বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১১

বিষাদ বিষয়ে কথকতা / এস এ পলাশ রায়

জানালা দিয়ে তাকিয়ে আজ কেন মনে হল, শরীর তাঁর পাখির মতোই। চেয়ার ছেড়ে যে কোনো মুহূর্তে যেন তিনি উড়ে যাবেন অনন্তের দিকে চারদিক এলোমেলো করে সহসা ঝাপিয়ে পড়ল বৃষ্টি। ঠান্ডার পুবের আকাশে মেঘের স্তর অনেক নিচুতে। খুব নিচ দিয়ে উড়ে যায় মেঘেরা। যেন হাত বাড়ালেই ছোঁয়া যায় মেঘের শরীর। বৃষ্টি যেন মুহূর্তেই বদলে দিল পুরো সন্ধ্যার চালচিত্র; বাংলাদেশের মতো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন