বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১১

জ্ঞান চর্চা / নাহিদ হাসান

(২৬ আগস্ট ২০০৬ খ্রিঃ তারিখে ফুলবাড়ী শহীদদের প্রতি)

এই বাচ্চারা, লাইনে দাঁড়াও, সোজা হও এবারে শপৎ -
আমরা শপৎ করিতেছি যে, তিরিশ ল শহীদের রক্তের বিনিময়ে অর্জিত
এই বাংলাদেশ রাস্ট্রের প্রতি অনুগত থাকিব এবং জীবনের বিনিময়ে হলেও
জাতীয় পতাকার মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্ত রা করিব

অ্যাই শোনা, ডু নট কোয়ারল মানে ঝগড়া করো না! পড় -
দাতা সংস্থা ইউনেস্কো, বিশ্বব্যাংক প্রভৃতির নামে
কেননা, তারা আমাদের যাবতীয় শিা উপকরণ দান করেছেন
কৃতজ্ঞতা স্বীকার করো, বহুজাতিক এনজিও প্রতিষ্ঠানগুলোর কাছে;
যেখানে তোমাদের পিতারা চাকুরী করেন এবং মায়েদের
সব্জীরচাষ-ঋণগ্রহণ-মোটা তাজাকরণের মাধ্যমে মঙ্গাকে মঙ্গলে পাঠানোর কথা বলা হয়
ধন্যবাদ জানাও মার্কিন দূতাবাসকে; যা মার্কিন স্বর্গ ও দুনিয়ার সংযোগ সেতু
এবং আমাদের সকল ভালো-মন্দের মা-বাপ
আর কাসরুমে বসে যে রাস্তাটি দেখা যায়, যা হাজার হাজার কয়লাবাহী
ট্রাকের ভারে উল্লসিত; সেটিও উন্নয়ন সহযোগী এশিয়া এনার্জি দ্বারা প্রতিষ্ঠিত,
এতএব তাকেও ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন